ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে

স্টাপ রিপোর্ট : 10.00, 14/04/2023
ছায়ানটের বর্ষবরন

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমুলে ছায়ানটের বর্ষবরন অনুষ্ঠান 1430 শুরু হয়েছে।

গানের ফাঁকে আবৃত্তিও করা হচ্ছে। এবারের গান গুলো সাজানো হয়েছে - প্রকৃতির গান, মানব প্রেম, দেশপ্রেম, আত্নবোধন আর জাগরনের সুরবানী দিয়ে। 

1967 সালে রাজধানীতে প্রথম রমনার বটমুলে বর্ষবরণ আয়োজন করেছিল সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট। সেই থেকে পয়লা বৈশাখ উদযাপন করছে ছায়ানট। 1971, 2020-21 সালে বন্ধছিল উদযাপন। 

পৃথিবীর বহু দেশেই বছরের প্রথম দিন উদযাপন করা হয়। আমাদের দেশে সাংস্কৃতিক পরিসর কে কেন্দ্র করে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। রবীন্দ্র,নজরুল,হাসন রাজা, লালন শাহ, শাহ আব্দুল করিমের গান সহ বৈচিত্র্যময় গানের আয়োজন থাকে পয়লা বৈশাখে। এসো হে বৈশাখ এসো এসো ছড়িয়ে পড়ে সারা দেশে। 


Popular Posts