কেন্দ্রীয় শহীদ মিনারে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

স্টাপ রিপোর্ট ঃ 1:29, 13/4/2023 
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অস্থায়ী মন্ঞ্চ বানানো হয়েছে। সেখানে রাখা হয়েছে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। 

ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়েছে।ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও। 

বেলা একটা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন বিভিন্ন সংগঠনের মানুষ।

এরপর মরদেহ নেওয়া হবে সোহরাওয়ার্দি উদ্যানে।সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। 

আগামীকাল শুক্রবার তাঁর মরদেহ সাভারের গনস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হবে। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 


Popular Posts